সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মামুন খানের নির্বাচনি প্রস্তুতি সভা

পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মামুন খানের নির্বাচনি প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে বিএনপি দলীয় মনোনিত প্রার্থী আল মামুন খান’কে বিজয়ী করার লক্ষে প্রস্ততি সভার আয়োজন করে পৌর বিএনপি। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধায় সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক আসাদুল ইসলাম আশার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। নির্বাচনী প্রস্তুতি সভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম মোস্তফা মামুন, মাহামুদা হাবিবা, পৌর বিএনপির সাবেক সভাপতি মমতাজুল আলম লাল্টু’র পরিচালনায় বক্তব্য রাখেন ‘বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থী’ আল মামুন খান।

এ সময় বক্তব্য রাখেন,পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল ইসলাম,পুঠিয়া বিএনপির সদস্য-সচিব এন্তাজুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও শামীম, পুঠিয়া পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য-সচিব মাজেদুর ইসলাম বাচ্চু ও যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন জুয়েল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সবাইকে প্রস্তুতি নিতে হবে যে কোন পরিস্থিতিতে নির্বাচন হোক না কেন বিএনপির প্রত্যেক নেতাকর্মীদের সকল মতবিরোধ ভুলে এক সাথে মাঠে থাকতে হবে। আসন্ন পৌর নির্বাচনে ব্যক্তি নয়, দলের ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …