রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / পৌর নির্বাচনে আ.লীগ মনোনিত মেয়র প্রার্থীর সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত

পৌর নির্বাচনে আ.লীগ মনোনিত মেয়র প্রার্থীর সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে ঘিরে নৌকার প্রার্থী শাহনেওয়াজ আলীর পক্ষে সমর্থন জানাতে বিশেষ বর্ধিতসভার আয়োজন করে উপজেলা আ.লীগ। আজ বিকালে গুরুদাসপুর পৌর সদরেরর চাঁচকৈড় দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ‘নৌকা হারলে হারবে শেখ হাসিনা এমন কথা’ স্মরণ করিয়ে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান জানান,‘নৌকা হারলে হারবে শেখ হাসিনা। আ.লীগের কর্মি-সমর্থক মুজিব শতবর্ষে নৌকার পরাজয় দেখতে চান না। বিদ্রোহী মেয়র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নৌকায় ওঠার আহবান জানিয়ে পরিচ্ছন্ন ইমেজের শাহনেওয়াজ আলীকে নির্বাচিত করার আহবান জানান।

উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও দল মনোনিত মেয়রপ্রার্থী শাহনেওয়াজ আলী বলেন, তফসিল ঘোষনার আগে তিনি ঘোষণা করেছিলাম নৌকা না পেলে যিনি পাবেন তার পক্ষে কাজ করব। স্থানীয় সংসদ আব্দুল কুদ্দুস দলীয় প্রধান শেখ হাসিনা নৌকার প্রার্থীকে পরাজিত করতে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে আমার নামে অপপ্রচার ও বিষাদগার করছেন। এতে দলীয় প্রার্থী ও দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড.অনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আ.লীগ মনোনিত মেয়র প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা। জেলা আ.লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সি.সহসভাপতি আব্দুল বারী, পৌর আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা প্রমুখ।

উল্লেখ্য পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে আরও তিন জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …