বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / পৌর কাঁচাবাজার পরিদর্শনে মেয়র জলি

পৌর কাঁচাবাজার পরিদর্শনে মেয়র জলি

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্য বিধি মেনে নীচাবাজারের সবজি ও মাছ বাজার পরিচালনার জন্য বাজার পরিদর্শন করেছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। শনিবার বেলা এগারোটার দিকে তিনি কাঁচাবাজার পরিদর্শনকালে সবজি ও মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করেন।

করোনা ভাইরাসের কারণে ১৫ এপ্রিল নাটোর নীচাবাজারের সবজি ও মাছ বাজার কানাইখালী মাঠে স্থানান্তর করা হয়। জলাবদ্ধতা এবং ঝড় বৃষ্টির কথা বিবেচনা করে বাজার কমিটির সাথে আলোচনা সাপেক্ষে গত ১৬ মে কানাইখালী মাঠ থেকে নীচাবাজারে পুনরায় সবজি ও মাছের বাজার ফিরিয়ে আনা হয়।

আরও দেখুন

নাটোরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক………………………… নানা অভিযোগে নাটোরে বিভিন্ন যানবাহনে জরিমানা করা হয়েছে। ফিটনেস ও রুট পারমিট না …