সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পৌর এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র উমা

পৌর এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র উমা


নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌর এলাকায় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র উমা চৌধুরী। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ১ এবং ২ নং ওয়ার্ডের কোভিড-১৯ চলমান লকডাউনে আয়-রোজগারহীন অসহায় মানুষের মাঝে এই মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সময় মেয়র জানান, সীমিত খাদ্যসহায়তা মাঝে থেকে ১ ও ২নং ওয়ার্ড এর ৪০ জন সাময়িক কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান আমরা প্রকৃত কর্মহারা লোকজনের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। তিনি সবাইকে অনুরোধ করেন লকডাউন মানার জন্য সেই সঙ্গে স্বাস্থ্য বিধি মানার জন্য।

এ সময় তার সাথে ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …