শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / পৌরবাসীর সকল বিপদ-আপদে পাশে আছি -সিংড়ার মেয়র ফেরদৌস

পৌরবাসীর সকল বিপদ-আপদে পাশে আছি -সিংড়ার মেয়র ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেছেন, করোনায় পরিবার ছেড়ে জনগণের পাশে থেকেছি। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করেছি। পৌরসভার ৫০ হাজার জনগণের দায়িত্ব কাঁধে আছে বলেই পরিবার ছেড়ে ৫৫ দিন পৌরসভায় অবস্থান করেছি। ভিক্ষা করে ৪০ লক্ষ টাকার খাবার পৌরবাসীর ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। বন্যায় পানিতে নেমে ত্রাণ দিয়েছি। রাত জেগে বাঁধ নির্মাণ করেছি। পৌরবাসীর সকল বিপদ-আপদে পাশে আছি। কোন বিচারে অনিয়ম করিনি। কোনদিন কারো কাছ থেকে ১০ টাকা নেইনি। কাউকে হয়রানি করিনি। পল্লী বিদ্যুতের মিটার লাগাতে কারো এক টাকাও লাগেনি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভুল-ক্রটির জন্য ক্ষমা চেয়ে আরেকবার পৌরবাসীর সেবা করার সুযোগ চান মেয়র জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার রাতে সিংড়া পৌর শহরের চকসিংড়ায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন প্রমূখ।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …