নিজস্ব প্রতিবেদক:
পোস্টার সাঁটানো দড়ি ছেঁড়ার অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের দোলগ্রাম এলাকায় তিন কিশোরকে পেটানোর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলামের বিরুদ্ধে। ওই তিন কিশোর হলো শিহাব হোসেন(১৬), ইশরাক হোসেন(১৭) ও মেহেদী হাসান(১৮)। এদের মধ্যে শিহাব সাতশৈল গ্রামের আব্দুস সালামের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী। ইশরাক ও মেহেদির বাড়ি রাজশাহীতে। তারা ওই গ্রামে তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছে। শুক্রবার(১২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে শিহাব, ইশরাক ও মেহেদি দোলগ্রাম অতিক্রম করছিলেন। এসময় এক কর্মী নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলামের পোস্টার সাঁটানো দড়ি বাঁধছিলেন। দড়িটির একপ্রান্ত নিচু হওয়ায় মোটরসাইকেল অতিক্রম করার সময় ছিঁড়ে যায়। এসময় ওই ব্যক্তি তাদের থামতে বললে তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে চলে যাবার চেষ্টা করে। পরে আরেকটি মোটরসাইকেলে চেয়ে নৌকার প্রার্থীর কয়েকজন কর্মী তাদের পথরোধ করে। এসময় তিনজনকে ধরে আটকে রাখা হয়।
শুক্রবার রাতে হাসপাতাল থেকে কিশোর শিহাব অভিযোগ করে বলেন, চেয়ারম্যান খুব ভালো মানুষ এবং তিনি আসলে আমাদের ছেড়ে দেবেন বলে বসিয়ে রাখা হয়। কিন্ত তিনি এসে আমাদের চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে তিনি আমার বুকের উপর পা তুলে দেন। পরশু আমার এসএসসি পরীক্ষা বললেও চেয়ারম্যান কোন কথা শোনেননি। পরে আমাদের ছেড়ে দেয়া হয়। কিছুক্ষণ আগে পুলিশ এসে ঘটনাটি জানতে চাইলে আমরা সম্পূর্ণ ঘটনাটি জানিয়েছি।
তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, প্রথম দিনেই আমার পোস্টার ছেঁড়ার বিষয়টি সমর্থকরা ভালোভাবে নেননি বলে তিন কিশোরকে কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল। পরে আমি এসে তাদের ছেড়ে দিয়েছি। তাদের মারার অভিযোগটি সত্য নয়। তবে পোস্টার ছেঁড়ার ঘটনায় আমি সকালে অভিযোগ দায়ের করবো।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছেঁড়ার মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …