রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / পোষা কুকুরের জন্য মনিবের আর্তনাদ!

পোষা কুকুরের জন্য মনিবের আর্তনাদ!

বিশেষ প্রতিবেদকঃ
আদরের পোষা কুকুরকে কুপিয়ে রক্তাক্ত করায় এক সপ্তাহ কাঁদছে মনমোহন সরকার নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের রৌদি চামারী গ্রামে। মনমোহন সরকার এক বছর যাবৎ একটি কুকুর পোষে। অসম্ভব ভালবাসে কুকুরকে। নিজে গোসল করিয়ে দেয়, নিজেই খাবার খাইয়ে দেয়।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার নীলমনি নামের একজন প্রতিবেশীর ছোট ছেলে মনমোহনের নাতির সাথে খেলা করার সময় তার হাতে পিঠা দেখে কুকুরটি এগিয়ে গেলে মুখে কুকুরের আঘাত লাগে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নীলমনি হাসুয়া দিয়ে কুকুরকে কুপিয়ে জখম করে। এর পর থেকে মনমোহনের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়।

মনমোহনের ছেলে বলে আমার বাবা গত এক সপ্তাহ যাবৎ ভাত-পানি খাচ্ছে না, শুধু হাউমাউ করে কান্না করছে।

কুকুরকে জখমকারী নীলমনি জানান, আমার ছেলেকে আঘাত করায় ক্ষিপ্ত হয়ে আমিও কুকুরকে কুপিয়েছি, এটা আমার ভুল হয়েছে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল মৃধা জানান, নীলমনি একটা প্রাণীকে মেরে জঘন্য অপরাধ করেছে। দেশের প্রচলিত আইনানুযায়ী এর বিচার হওয়া উচিত।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …