সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পোরশায় ৪ শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

পোরশায় ৪ শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর পোরশায় প্রায় সাড়ে ৪ শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর মাঠে।

আমগাছের মালিক আব্দুল খালেক জানান, গতবছর আমার জমিতে ১ লক্ষ্য টাকা খরচ করে আম গাছ রোপন করি। এরপর এই আমগাছ পরিচর্যা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। হঠাৎ করে গতকাল সোমবার দিবাগত রাতের আধারে নির্বিচারে আমার প্রায় সাড়ে ৪ শতাধিক আমগাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, জমিজমা নিয়ে গ্রামেই একজনের সাথে আমার দীর্ঘ দিন যাবত কোর্টে মামলা চলছে। এসব কাজ তাদেরও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …