নীড় পাতা / কৃষি / পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও অবৈধ মজুদ ঠেকাতে নাটোর জেলা প্রশাসনের জরুরী সভা

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও অবৈধ মজুদ ঠেকাতে নাটোর জেলা প্রশাসনের জরুরী সভা

নিজস্ব প্রতিবেদক:
পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখা ও অবৈধ মজুদ বন্ধে জরুরী মতবিনিময় সভা করেছে নাটোর জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই জরুরী সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

এসময় সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, এনএসআই’র উপ পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর ইউএনও জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পেঁয়াজ ব্যবসায়ী ও আড়ৎদার।

এসময় জেলা প্রশাসক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী ৫/৬মাসের পেঁয়াজ মজুদ রয়েছে। তারপরও সরকার দ্রুত পেঁয়াজ আমদানী করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশিল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। তাছাড়া কোন ব্যবসায়ী অবৈধ ভাবে পেঁয়াজ মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নাটোরে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস …