শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতা

পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতা



নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার পার্শ্ববতী এলাকায় বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। ক্রেতা সাধারণ আবারো অতংকিত হচ্ছে। ৪ অক্টোবর পর্যন্ত ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। তবে মঙ্গলবারে তা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়। কিন্ত বৃহস্পতিবার থেকে বিক্রি হয় ৭০ টাকা কেজি দরে। উপজেলার চাঁচকৈড়, নাজিরপুর, খুবজীপুর, কাছিকাটাসহ সব বাজারে পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষের মাঝে ভয় কাজ করছে। না জানি আবার আরো দাম বেড়ে যায় তাই নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা।

চাঁচকৈড় বাজারের পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী রিপন সরদার বলেন, কানসাট রাজশাহীর ফুল মোহাম্মদ, দিনাজপুরের হারুবুর রশিদ ও চট্রগ্রামের আমদানিকারকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। আমরা ছোট ব্যবসায়ীরা নিরুপায়। কেনার চেয়ে কেজিতে ৫ টাকা বেশি করে বিক্রি করা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর 

নিজস্ব প্রতিবেদক: নাটোরে পৃথক দুইটি অভিযানে  ১৮ কেজি গাঁজা সহ রুহেল আহমেদ (২৬) ও  গোলাম …