সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পেঁয়াজসহ পিকআপ উধাও, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পেঁয়াজসহ পিকআপ উধাও, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোর থেকে বগুড়ায় ৩৬ বস্তা পেঁয়াজ নিতে পিকআপ ভাড়া করে দুই ব্যবসায়ী। কিন্তু নির্ধারিত পথে না গিয়ে সিরাজগঞ্জে সড়কে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় এক ব্যবসায়ীকে। রাস্তায় পড়ে থাকে অপর ব্যবসায়ী। এ ঘটনায় মামলা হলেও ওই পেঁয়াজ বা ভাড়া পিকআপের খোঁজ পাওয়া যায়নি। নিহত নূর মোহাম্মদ মণ্ডল (৪৫) নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল এলাকার তমিজ উদ্দীন মণ্ডলের ছেলে।

নিহতের ভগ্নিপতি জাকির হোসেন জানান, একই এলাকার হাফেজের ছেলে সামসুল ইসলাম ও নূর মোহাম্মদ উভয়েই পেঁয়াজ ব্যবসায়ী। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নূর মোহাম্মদ ২৮ বস্তা ও সামসুল ৮ বস্তা পেঁয়াজ বগুড়ায় বিক্রির জন্য পিকআপ ভাড়া করে। পিকআপটি বগুড়ার রহনবাঘা এলাকায় পৌঁছে ভেতরের রাস্তা দিয়ে সিরাজগঞ্জ দিকে রওনা দেয়। এ সময় পিকআপের ওপরে থাকা ওই দুই ব্যবসায়ী পিকআপের দুই হেলপারকে কারণ জিজ্ঞেস করলে তারা ওদের ওপর চড়াও হয়৷ এ সময় একজন নূরকে পিটিয়ে মেরে ফেলে। জাকির বলেন, অপরজন সামসুলকে ধরে রাখে। তবে সামসুলের কথা সন্দেহজনক। আবার দেহে আঘাত নেই।

এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে সলঙ্গা থানায় মামলা করেছেন। সলঙ্গা থানার ওসি দাদিউল হুদা মামলার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …