নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজ সহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে নাটোরের প্রধান দুইটি বাজারে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে শহরের স্টেশন বাজার ও নিচাবাজারে অভিযান চালায় পুলিশ। এসময় ১৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী পেঁয়াজ সড়িয়ে ফেলেন। এসময় মুহুর্তের মধ্যে পেঁয়াজের দাম নেমে আসে ১২০টাকায়। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন অতিরিক্ত পুলিশ সুপার। এসময় দোকানগুলোতে মূল্য তালিকায় বিভিন্ন দ্রব্যের দাম সঠিক করে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে সড়ক দখল করে পন্য বিক্রয়কারি ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন পুলিশ কর্মকর্তারা।এসময় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …