নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে ক্রমবর্ধমান পেঁয়াজের দাম বৃদ্ধিতে শঙ্কিত সাধারণ মানুষ। আর এই পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নেমেছে নাটোরের জেলা প্রশাসন। আজ বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ নিজে এবং প্রত্যেকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাজার মনিটরিং এ বের হন। এ সময় ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন তারা, যাতে পেঁয়াজের দাম বৃদ্ধি না করেন।
এ সময় তিনি বলেন, নাটোরে ৬৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে পেঁয়াজের কোন সংকট নেই। তাই অযথা দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি তৈরি করবেন না । এ সময় জেলা প্রশাসক বিভিন্ন পাইকারি দোকান ও খুচরা দোকান ঘুরে ঘুরে দেখেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বস্ত করে বলেন বাংলাদেশে এখন যে পরিমাণ পেঁয়াজ রয়েছে তাতে আগামী আরো পাঁচ থেকে ছয় মাস চলবে। এছাড়া সরকার আরো পেঁয়াজ আমদানি করছে। এছাড়া ক্রেতাসাধারণ কে বেশি বেশি পিঁয়াজ কিনে মজুদ না করার জন্য পরামর্শ দেন তিনি।
এর আগে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা বিভাগ এবং ব্যবসায়ীদের নিয়ে পেঁয়াজের দাম ও মজুদ বিষয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …