রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / পূর্ব শত্রুতার জেরে যুবককে মারপিট করার অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে যুবককে মারপিট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জের ধরে মেহেদী হাসান রাসেল(২৬) কে মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মোঃ শামিম হোসেন(৪৫), মিলন হোসেন (৩৫) ও মকবুল হোসেন(৩৫) এর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারে ওই ঘটনা ঘটে। আহত রাসেলের বাড়ি চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লায়।

আহত পরিবারের সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে রাসেল কে মারপিট করা হয়েছে। সোমবার দুপুরে রাসেল চাঁচকৈড় বাজারের মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলো। পুর্ব প্রস্তুতি নিয়ে প্রতিপক্ষ চাঁচকৈড় বাজার পাড়ার আনোয়ার হোসেন ঘুঘুর দুই ছেলে শামিম হোসেন ও মিলন হোসেন এবং মোজাহার মৃধার ছেলে মকবুল হোসেন তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অর্তকিত হামলা চালায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …