নিউজ ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার রাত ১২টার পর থেকে অর্থাৎ বুধবার থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।
করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির গতকালের এক অনলাইন সভা শেষে মেয়র আতিকুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। মেয়র এলাকাবাসীর সহায়তা কামনা করে বলেন, আমরা যদি জোনভিত্তিক এভাবে নিয়ম মানতে পারি তাহলে দ্রুতই আমরা ঢাকা নগরীর সব এলাকা থেকে করোনা দূর করতে পারব বলে আশা করি।
সভায় অন্যান্যের মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সাব্রিনা ফ্লোরা, এটুআই এর প্রতিনিধি রেজাউল জামি, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, স্বাস্থ্য অধিদফতরের লাইন পরিচালক (হাসপাতাল) ডা: আমিনুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিনিধি অংশ নেন।
সভায় লকডাউনকালে ওই এলাকার জনসাধারণকে বেশকিছু নিয়ম মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় জেল-জরিমানার মুখোমুখি হতে হবে। সভার সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে পূর্ব রাজাবাজার এলাকার নাজনিন স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্য অধিদফতর, (ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), এটুআই, ই-কমার্স অব বাংলাদেশ (ইক্যাব) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিকে নিয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। পূর্ব রাজাবাজার এলাকায় একটি মাত্র প্রবেশ ও বের হওয়ার পথ (গ্রিন রোডে আইবিএ হোস্টেলের পাশে) খোলা থাকবে। লকডাউন চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জনগণের চলাচল অত্যন্ত সীমিত রাখা হবে। লকডাউন চলাকালে পূর্ব রাজাবাজার এলাকায় বসবাসরত লোকজন বাইরে যেতে পারবেন না এবং বাইরের লোকজন ভেতরে প্রবেশ করতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করা যাবে যা বাসায় পৌঁছে দেয়া হবে। এটুআই ও ইক্যাব যৌথভাবে এটি পরিচালনা করবে। যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রী ক্রয় করতে চান তাদের জন্য দুই-একটি শাক-সবজি, মাছ-গোশতের ভ্যান, ভ্যানচালক ও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হবে।
ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান পূর্ব রাজাবাজার এলাকার কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের একটি তালিকা করছেন। সে তালিকা অনুযায়ী তাদেরকে ডিএনসিসি থেকে ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে। এই এলাকার অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্য অধিদফতর কর্তৃক টেলিমেডিসিন সার্ভিস চালু করা হবে। পূর্ব রাজাবাজার এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লকডাউনের বিষয়ে মাইকিং করা হবে। ওই এলাকার নাজনিন স্কুল অ্যান্ড কলেজে কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হবে। যেটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্য অধিদফতর ও বেরসরকারি সংস্থা ব্র্যাক এটি পরিচালনা করবে। লকডাউন যথাযথভাবে পালিত হওয়ার লক্ষ্যে ওই এলাকায় পুলিশের টহল থাকবে। এ ছাড়া মোবাইল কোর্টও পরিচালিত হবে। গুরুতর রোগীদের জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে। এ ছাড়া জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা লকডাউন এলাকায় প্রবেশ করতে পারবেন। ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা টিম সেখানে কাজ করবে।
এলাকাবাসীর যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বর-
ত্রাণের জন্য-৩৩৩,
গ্রাউন্ড কোর্ডিনেশন টিম মেম্বার :
২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান : ০১৯১১-৩৮০৬৩৩;
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন : ০১৭১৫-৪০৭১৩৯;
ওসি শেরেবাংলা নগর থানা : ০১৭১৩-৩৯৮৩৩৫;
ব্র্যাকের প্রতিনিধি ডা: ফারহানা : ০১৭১৩-০৯৫২৭৯;
আইইডিসিআর প্রতিনিধি ডা: ফারজানা ০১৭১৯-২১২৫৯১;
মাসুদ হোসেন পি এ টু ওয়ার্ড কাউন্সিলর : ০১৭১১-৯৩৯৭৯৬।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …