শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পূজা-অর্চনা ,অঞ্জলী আর সন্ধি পূজার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত

পূজা-অর্চনা ,অঞ্জলী আর সন্ধি পূজার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত

নিজস্ব প্রতিবেদক:

ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চতুর্থ দিনের মত নাটোরে পালন করা হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ সোমবার মহানবমী বিহিত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যান কামনা করে সকালে মায়ের পায়ে অঞ্জলী দিয়েছে মন্দিরে আগত ভক্ত মন্ডলী।

পরে ভোগারতীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা। পৃথিবী থেকে অশুভ নাশ করতে পুজা মন্ডপে মন্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ। এসময় শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। সন্ধ্যায় পূজা এবং আরতির মাধ্যমে শেষ হবে মহানবমীর আনুষ্ঠানিকতা।

ভক্তমন্ডলী অপেক্ষা করবে মাকে বিদায় দেওয়ার দিন শারদীয় দূর্গোৎসবের শেষ দিনের দশমী পূজার জন্য।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …