নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসে নাটোরের গুরুদাসপুরে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে ৫০বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথম শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস।
পরে সুশৃঙ্খলভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান .আনোয়ার হোসেন ও ইউএনও মো.তমাল হোসেন, পৌর প্রশাসনের মেয়র শাহনেওয়াজ, বীরমুক্তিযোদ্ধাগণ, আইনশৃঙ্খলা বাহিনী, আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ব্যাংক, বীমা,ফায়ার সার্ভিস স্টেশনসহ নানা শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে নিবেদন করেছেন। পরে সেখানে এক মিনিট নিরবতা পালন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সম্মানিত অতিথিবৃন্দ।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …