নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পুলিশ কন্সটেবল পদে নিয়োগে পাইয়ে দেওয়ার নাম করে এক নারী প্রার্থীর কাছ থেকে নেওয়া ৪লাখ টাকা প্রভাবশালীর কাছ থেকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তবে বিষয়টি পুলিশ জানার পর ঘুষ গ্রহনকারীর কাছ থেকে গোপনে টাকা উদ্ধার করে ওই পরিবারকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। আর সব প্রক্রিয়া হয়েছে গোপনে। তবে পরিবারটি তাদের নিরাপত্তার খাতিরে প্রভাবশালীর নাম বলতে অনিচ্ছুক। গত ৯ নভেম্বর নাটোর জেলায় ৩৫জনকে পুলিশের কন্সটেবল পদে নিয়োগের জন্য চুড়ান্ত করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৫ জন নারীকে চুড়ান্ত করা হয়।
৫ জন নারীর মধ্যে ৫ম স্থান অর্জন করেন নাটোর সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার আবুল হোসেনের কন্যা আমিনা। আমিনার মা ফেরদৌসী বেগম অভিযোগ করেন, তার মেয়ে শারিরিক পীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৭ নভেম্বর লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হয়। এরপর তাদের এক প্রভাবশালী প্রতিবেশী ব্যক্তি তার মেয়েকে চুড়ান্ত নিয়োগের ব্যবস্থা করতে ১২ লাখ টাকার দাবি করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে ৫ লাখ টাকার রফা হয়। ৫ লাখ টাকার মধ্যে চুড়ান্ত নিয়োগের আগেই ৪ লাখ টাকা গ্রহণ করে ওই প্রভাবশালী ব্যক্তি। পরবর্তীর্তে ১১ নভেম্বর ওই প্রভাবশালী ব্যক্তি অবশিষ্ট ১ লাখ টাকা প্রদানের জন্য চাপ দেয়। অন্যথায় চুড়ান্ত নিয়োগ বাতিলের হুমকিও দেয় সে।
ফেরদৌসী আরও বলেন, বাকি ১ লাখ টাকা গ্রহনের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করলে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে পুলিশের কর্মকর্তারা শুক্রবার রাত ২টায় প্রভাবশালী ওই ব্যাক্তির বাড়ি থেকে ৪ লাখ টাকা উদ্ধার করে তাদেরহাতে বুঝিয়ে দেয়। সকালে বিষয়টি প্রকাশ পেলে টক অব দা টাউনে পরিনত হয়।
এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাটোরে পুলিশ নিয়োগে কোন অনিয়ম হয়নি। তাছাড়া স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয়েছে। এই নিয়োগ নিয়ে কারও কোন প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিষয়টি তিনি অবগত নন। এছাড়া এই ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। ভুক্তভোগি ওই পরিবারের অভিযোগ পেলে প্রভাশালীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীড় পাতা / আইন-আদালত / পুলিশে চাকরি দেওয়ার নাম করে নেওয়া ৪লাখ টাকা প্রভাবশালীর কাছে থেকে উদ্ধার করলো পুলিশ
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …