নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ ও হত্যার সন্দেহভাজন আসামি যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার কাঁকনহাট এলাকার ললিতনগরে এই ঘটনা ঘটে। নিহত শামিম(২৩) মোহনপুর উপজেলার বউটিয়া এলাকার পোতাহার গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।
ওসি জানান, ললিতনগর এলাকায় রাতে পুলিশ টহল দিচ্ছিলো এমন সময় পুলিশকে লক্ষ করে গুলি চালায় শামিম। এতে দু’জন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যায় শামিম। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি ও দুটি গুলির খোসা উধার করে পুলিশ।
তিনি আরো বলেন, গত ২০ জুন গোদাগাড়ীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে হত্যার পর বাড়ীর পাশে খড়ের গাদার নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন পাশের বাড়ি ও সেই বাসা থেকে দুইটি ফোন হারিয়ে যায়। নিহত ব্যাক্তির কাছে থেকে সেই ফোন পাওয়া গেছে। তবে ধর্ষণে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।
