সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / পুলিশের ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

পুলিশের ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পুলিশের ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে সামসুল ইসলাম (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১৪ আগস্ট রবিবার রাত দেড়টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আমির আলী মোল্লার ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর থানা পুলিশের একটি দল লক্ষীপুর ঘোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর খোলাবাড়িয়া পশ্চিম পাড়া এলাকায় একটি জুয়ার আড্ডায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দিয়ে পালানোর সময় সামসুল ইসলাম পুকুরে পড়ে যায়।

সকালে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে সকাল সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …