সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুত্রবধূকে যৌন হয়রানীর অভিযাগে শ্বশুর কারাগারে
বাগাতিপাড়া

পুত্রবধূকে যৌন হয়রানীর অভিযাগে শ্বশুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় পুত্রবধুকে যৌন হয়রানীর অভিযাগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া মডল থানা পুলিশ। শুক্রবার পুত্রবধূর দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। আটকের পর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নাটার জেলা কারাগারে পাঠানা হয়েছে। অভিযুক্ত শ্বশুর মিজানুর রহমান মোজা (৫০) উপজলার ক্ষুদ্র মালঞ্চি গ্রামের মৃত জমির মণ্ডলের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, শ্বশুর-শ্বাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের সাথে একই বাড়িতে থাকেন ওই গৃহবধূ। মাঝে মধ্যেই শ্বশুর তাকে দিয়ে গা-হাত-পা টিপিয়ে নিতেন। এছাড়াও বিভি্ন্ন সময়ে তাকে কু প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। বিষয়টি তিনি ইতোপূর্বে তার স্বামী ও শ্বাশুড়িকে জানিয়েছেন। তাতেও কোন লাভ হয়নি।

গত ৬ অক্টোবর ঘটনার দিন বাড়ির ভেতরের গোয়ালঘরের ঝাঁপ দেওয়ার কথা বলেন তার শ্বশুর। গোয়াল ঘরের কাছে গেলে জোরপূর্বক জাপ্টে ধরেন এবং তাকে যৌন নিপীড়ন করেন। এই ঘটনার তিন দিন পর শুক্রবার ওই গৃহবধূ শশুরের বিরুদ্ধে থানায় মামলা করেন। বাগাতিপাড়া মডেল থানার মামলা নম্বর ৫। এর পরপরই পুলিশ শশুর মিজানুর রহমান মোজাকে আটক করে।

এ ব্যাপারে ওসি নাজমুল হক বলেন, গৃহবধূর মামলায় গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …