নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
আসন্ন রাজশাহীর পুঠিয়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুঠিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র রবিউল ইসলাম রবি।
শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে দলীয় প্রার্থী রবিউল ইসরাম রবি নারদ বার্তাকে বলেন, পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি। আশা করছি পুঠিয়াবাসী আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌরসভা গড়ার সুযোগ করে দেবেন।
ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
তবে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।