শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়া পৌরসভার উদ্যোগে ১হাজার ৮শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

পুঠিয়া পৌরসভার উদ্যোগে ১হাজার ৮শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে পুরো পৃথিবী। থেমে গেছে বাংলাদেশের জনজীবনও। কঠিন এক পরিস্থিতি পার করছে দেশের জনগণ। এমন সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার মেয়র মো. রবিউল ইসলাম।

মেয়র রবি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নি¤œ আয়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী সহায়তার কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডের গরীব, দুখী, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণসহ সাহায্য সহযোগিতা করা হবে।

সোমবার বিকাল সাড়ে চারটায় পুঠিয়া পৌরসভা চত্বরে খাদ্য সমগ্রী পৌছে দেওয়ার লক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, পুঠিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পুঠিয়া পৌরসভার সকল কমিশনারগণ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …