শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় ৫০০ নেতাকর্মীর মাঝে উপজেলা চেয়ারম্যানের পোশাক বিতরণ

পুঠিয়ায় ৫০০ নেতাকর্মীর মাঝে উপজেলা চেয়ারম্যানের পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চুর নিজস্ব অর্থায়নে পাঁচশত তৃণমূল নেতাকর্মীদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোষাক বিতরন করেছেন।

আজ (২২) শুক্রবার উপজেলা চেয়ারম্যান থানা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এসব উপহার গুলো তৃণমূল নেতাকর্মীদের বিতরন করেন।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু আ.লীগের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান ও মেম্বার মিলে ৫ শতাধিক জায়নামাজ, টুপি ও পাঞ্জাবি বিতরন শুরু করেছেন।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন, পুঠিয়া উপজেলার প্রবীন আ.লীগ নেতা, উপজেলা আ.লীগ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদক।

এছাড়াও উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন কাপড় জায়নামাজ ,পাঞ্জাবি ও টুপি বিতরন চলছে।

প্রাথমিকভাবে জিউপাড়া ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নে বিতরন করা শেষ হয়েছে পর্যায়ক্রমে বাঁকী ইউনিয়ন গুলোতে বিতরন করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …