নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ স্লোগানকে ধারণ করে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর এবং সমবায়ীবৃন্দের আয়োজনে পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
সভায়, সহকারী কমিশনার (ভূমি) মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে, সহকারী পরিদর্শক মোবাশ্বের হোসেন ও আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সমবায়ের গুরুত্ব-তাৎপর্য তুলে ধরে বক্তৃারা বলেন, তৃনমুল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করতে বঙ্গবন্ধু সমবায় কার্যক্রমকে গতিশীল করতে হবে। মধ্যস্বত্তভোগী, দালালদের দৌরাত্ত রোধে প্রতিটি গ্রামে সমবায় সমিতি গঠন করে তার মাধ্যমে উৎপাদিত ফসল, পন্য, মৎস বিক্রি করে নিজেরা লাভবান হতে পারেন।