শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় ৪৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রির নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

পুঠিয়ায় ৪৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রির নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারের তরমুজ ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতি কেজি তরমুজ সর্বচ্চ ৪৫ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। এ দরে তরমুজ বিক্রি করলে কেজিতে ৪ টাকা লোকসান হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা৷

আজ (২৮ এপ্রিল) বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভা কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় পুঠিয়া উপজেলাতেও অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির অভিযোগ পেলে উপজেলার বিভিন্ন হাট বাজারের তরমুজ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে উপজেলা প্রশাসন। সভায় সর্বসম্মতিক্রমে ৫ কেজি ওজনের নিচে প্রতি পিচ তরমুজ ৪০ টাকা কেজি দরে এবং ৫ কেজির ওপরে প্রতি পিচ তরমুজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পুঠিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা ও ব্যবসায়ী নেতারা ছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারের তরমুজ ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত খুচরা তরমুজ ব্যবসায়ী এরশাদ আলী বলেন, আমরা বড়-ছোট তরমুজ গড়ে ৩৭-৪২ টাকা কেজি দরে নাটোর জেলার বিভিন্ন আড়ৎ থেকে পাইকেরি ক্রয় করে নিয়ে আসি। এর সাথে গাড়ি ভাড়া ছাড়াও আনুসাঙ্গিক খরচ আছে। ৪৫ টাকা দরে বিক্রি করলে কেজিতে ৪ টাকা লোকসান হবে। তারপরেও তারা প্রশাসনের এ নির্দেশ মেনে নিয়েছেন।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ বলেন, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশ …