রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় ৩০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

পুঠিয়ায় ৩০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২ জুলাই) রাত সোয়া ১০ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মমিনুল ইসলাম (২৪)। তিনি উপজেলা সদরের কাঠালবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে।

শনিবার (৩ জুলাই) দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব- ৫ এর সিপিএস, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডর মেজর আশরাফুল ইসলাম এর নেতৃত্বে বেলপুকুর এলাকায় বিসমিল্লাহ ডাউল মিল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিলসহ মমিনুলকে আটক করে। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্যেসহ আটক যুবকের ব্যবহীত ২টি মোবাইল, ২টি সীমকার্ড ও ১টি মেমোরী কার্ড জব্দ দেখিয়ে তার বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …