সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় হেরোইনসহ আটক ২

পুঠিয়ায় হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৫০গ্রাম হেরোইনসহ সোহেল রানা (৩৭) ও শুভ মিলন (২২) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃত সোহেল রানা গোদাগাড়ী উপজেলার হরিসপুর এলাকার আজাহার আলীর ছেলে এবং শুভ মিলন একই উপজেলার ভাটুপাড়া এলাকার আজিজুল হকের ছেলে।

বিকেলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাবের অপরাধ দমন বিশেষ টিম বানেশ্বর বাজারে চেকপোষ্ট পরিচালনা করে। এসময় দু’জনের নিকট থেকে হেরোইন, মোবাইল ফোন, নগদ টাকা ও মোটরসাইকেলসহ কাগজপত্র জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …