রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

পুঠিয়ায় হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশাহীর পুঠিয়ায় উপজেলা হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির উদ্যোগে দুটি ধাপে মোট ৪০০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। প্রথম ধাপে গতকাল শনিবার সকালে পুঠিয়া পৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ডের গরীব, দুঃখী, অসহায় ও নিম্ন আয়ের ২০০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন।

দ্বিতীয় ধাপে আজ রবিবার বাকী ২০০টি পরিবারের মধ্যে ১৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন পুঠিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ ও হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির নেতৃবৃন্দ।

হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারণ সম্পাদক পল্লব কুমার সেন গুপ্ত জানান, আমরা ৪০০ জন পরিবারের তালিকা করে তাদের হাতে গতকাল ও আজ খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আমাদের এই সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীতে পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির উদ্যেগে মধ্যবিত্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানান।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …