রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

পুঠিয়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় রাস্তায় এইচবিবি করণ কাজে নিম্মমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট সেনভাগ গ্রামের ‘খাইজারের বাড়ী হতে সিরাজ হাজীর বাড়ী পর্যন্ত’ এ কাজটি চলছে। এলজিএসপি’র অর্থায়নে ৩ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যায়ে মাত্র ৩৪৪ ফুট রাস্তাটি (এইচবিবি) নির্মাণের দায়িত্ব পেয়েছেন রাজশাহীর এক ঠিকাদারী প্রতিষ্ঠান। সামান্য এ রাস্তাটুকুতে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা নির্মাণে যে ইট ব্যবহার করা হচ্ছে, তা নিম্মমানের ও নাম্বারবিহীন। এতে ব্যবহৃত বালুর মধ্যেও রয়েছে বেশিরভাগ মাটি। ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।

এ বিষয় জানতে ওয়ার্ডের মেম্বার ও প্রকল্পের সভাপতি ছাইদুর রহমান জামালের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, শিডিউলে যা আছে তার ব্যতিক্রম করার সুযোগ নেই। তার পরও বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …