নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুশীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিবাদ্য সামনে রেখে বুধবার বেলা ১১ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে উপজেরা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পুঠিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী বলেন, ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ব্যানার, ফেস্টুন, সহযোগে র্যালী, পোনা অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংশিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষ বিষয়ে বির্তক প্রতিযোগিতা ও হাট-বাজারে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ (দৈনিক সোনার দেশ), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী (যায়যায়দিন) ও সাংবাদিক কে এম রেজা, মো. আব্দুর রহমান, আহসানুল হক সেন্টু প্রমুখ।