শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

পুঠিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুশীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিবাদ্য সামনে রেখে বুধবার বেলা ১১ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে উপজেরা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পুঠিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী বলেন, ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ব্যানার, ফেস্টুন, সহযোগে র‌্যালী, পোনা অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংশিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষ বিষয়ে বির্তক প্রতিযোগিতা ও হাট-বাজারে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ (দৈনিক সোনার দেশ), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী (যায়যায়দিন) ও সাংবাদিক কে এম রেজা, মো. আব্দুর রহমান, আহসানুল হক সেন্টু প্রমুখ।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …