রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে ৩ মাসের জেল

পুঠিয়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে ৩ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
আরিফুল রুবেল,স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর পুর্বপাড়া এবং এর আশেপাশের এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাজশাহী খ সার্কেল এর একটি টিম। এ সময় এই ৫ জন ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় গ্রেপতার করা হয়, আটককৃত ব্যাক্তিরা হল। তারা হলেন মো. ইসলাম (৫১), শান্ত (২২), শরিফুল (৩৮), শহিদুল (৩২) ও হাওয়ার (৩৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃত সকলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …