সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় বিএনপি’র ২০ হাজার পিস মাস্ক বিতরণ

পুঠিয়ায় বিএনপি’র ২০ হাজার পিস মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় নিম্নআয়ের মানুষের মধ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মাহমুদা হাবীবা‘র উদ্যেগে ২০ হাজার পিস মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপি।

গতকাল (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলাধীন বানেশ্বর বাজার এলাকায় পথচারী জনসাধারণ ও নিম্নআয়ের মানুষের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও আমিনুল হক মিন্টু।

মাস্ক বিতরণের সময় বিএনপি নেতারা বলেন, এটা একটা মহামারি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিএনপি পুরোপুরিভাবে তাদের দায়িত্ব পালন করছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি। পাশাপাশি বিএনপি নেত্রী মাহবুবা হাবীবার এই কার্যক্রমের প্রসংশা করেন নেতারা।

উল্লেখ্য, এর আগে করোনা পরিস্থিতির শুরুতে উপজেলায় সাধারণ মানুষের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করেছিল বিএনপি। এবার মাস্ক বিতরণ শুরু হলো।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …