রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু

পুঠিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বজ্রপাতে শাকিল আহম্মেদ (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় হাফিজুল মোল্লা (৩০) নামের অপর একজন আহত হয়েছে। (৬ মে) রবিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। মৃত শাকিল শিলমাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকপাড়া গ্রামের শহরত আলীর ছেলে।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, শাকিলসহ আরও দু’জন এলাকার এক মাছ চাষীর পুকুরে কাজ করছিল। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সে সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে নিহতের পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …