শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় পুলিশের বিনামুল্যে মাস্ক বিতরণ

পুঠিয়ায় পুলিশের বিনামুল্যে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথযাত্রীদের মাঝে বিনামুল্যে ২ হাজার মাস্ক বিতরন করেছে পুঠিয়া থানা পুলিশ। রোববার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলার বানেশ্বর ট্রাফিক চত্বর ও বাজারে চলাচলরত জনসাধারণের মধ্যে এ মাস্ক বিতরন করা হয়।

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বিনামুল্যে মাস্ক বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ ফোর্সরা উপস্থিত ছিলেন।

এ সময়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, রাজশাহী জেলার সব থানা এলাকায় করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরণ করতে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা অনুযায়ী পুঠিয়া থানা পুলিশের তত্বাবধানে বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …