রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় পাঁকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ লক্ষ টাকা জরিমানা

পুঠিয়ায় পাঁকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ মে) বিকালে শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকায় সরোজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাস, পিএএ।

এ সময় উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে মিনি বিশ্বরোডে মাটি ফেলে কর্দমাক্ত করে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ৩ টি মামলায় ২ লক্ষ টাকা করে ৩ জনকে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরা হলেন- উপজেলার খোকসা গ্রামের মৃত হাসেমের ছেলে নাহিদ ইসলাম (৩২),
বনকুড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), ও খোকসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও পাকা রাস্তা নষ্ট করে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …