নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতণসহ প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনা সহ জনসচেতনতা তৈরির লক্ষ্যে ৫টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা এলাকায় বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে পুঠিয়া থানা পুলিশ।
আজ (১৭ অক্টোবর) সকাল ১০টায় “বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন,নিরাপদে দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই প্রতিবাদ্যকতা সামনে রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিরালদহ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৫নং বিট পুলিশিং এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশিং সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনসহ এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার ও জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসারও আহবান জানান বক্তারা।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, উপজেলার নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সুলতান আলী, অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, স্থানীয় নারী-শিশু, এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হলো জনগনের দোড়গোড়ায় দ্রæতগতিতে পুলিশের সেবা পৌছে দেওয়া ও জনবান্ধব পুলিশ গঠন।
পুঠিয়া থানার অফিসার (ইনচার্জ) মো. রেজাউল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …