সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় ধর্ষণে প্রতিবন্ধী নারী অন্তঃসত্তা! ধর্ষক গ্রেফতার

পুঠিয়ায় ধর্ষণে প্রতিবন্ধী নারী অন্তঃসত্তা! ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক বুদ্ধি ও মানুষিক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের ফলে অন্তঃসত্তা হওয়ার ঘটনায় ধর্ষক সন্দেহে মিঠুন সরকার (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (৮ই ডিসেম্বর) মঙ্গলবার ভোরবেলা পুঠিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিঠুন সরকার উপজেলার ভালুকগাছি-কামারপাড়া গ্রামের বারিক সরকারের ছেলে।

মামলার বিবরনে জানা গেছে, প্রায় ৭ মাস আগে প্রতিবেশী বুদ্ধি ও মানুষিক প্রতিবন্ধি নারী (৩৫) কে ফুসলিয়ে মিঠুন সরকার ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্তা হয়ে পড়ে। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্তা হওয়ার বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার (৭ ডিসেম্বর) রাতে ওই প্রতিবন্ধি নারীর পিতা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হবার পর রাতেই পুলিশ মিঠুন সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, মিঠুন সরকারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন ও ভিকটিম প্রতিবন্ধি নামিরা খাতুনকে ডাক্তারী পরীক্ষার জন্য (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …