রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় আবদুস সামাদ (৪৮) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪) জুন সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ উপজেলার গোবিন্দপুর এলাকার আবিদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে আবদুস সামাদ তার নিজ ভ্যানে কলা নিয়ে ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন। এ সময় সদরের বাসস্ট্যান্ড এলাকায় নাটোর গামী একটি মালবোঝায় ট্রাক (ঢাকা মেট্রো-ট -২০-৮০২৯) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানচালক নিহত হন।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …