বুধবার , এপ্রিল ২৪ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / পুঠিয়ায় জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

পুঠিয়ায় জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
পুঠিয়া উপজেলার জিউপাড়ায় বগুড়াপাড়া গ্রামে আকস্মিক পরিদর্শনে আসেন মো. হামিদুল হক, জেলা প্রশাসক, রাজশাহী ।

আজ সোমবার রাত আটটার পরে করোনা ভাইরাস সনাক্তকৃত গ্রামে উপস্থিত হয়ে লকডাউন করা ৪০ পরিবারের খোঁজ খবর নেন ও ঢাকা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে পুঠিয়া উপজেলায় আসা ব্যক্তিবর্গের কোয়ারেন্টাইন পরিদর্শন করেন এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় জরুরী দিক নির্দেশনা প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সুমন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী সহ ইউপি চেয়ারম্যান ও মেম্বার।
উপজেলা নির্বাহী অফিসার মো.ওলিউজ্জামান বলেন, সম্প্রতি সময়ে পুঠিয়া উপজেলায় প্রবেশকারীদের ডিসি স্যারের নির্দেশনা অনুযায়ী হোমকোয়ারেন্টে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

লকডাউন করা বাড়ী গুলোকে মেডিকেল টিম সার্বক্ষনিক নজর দাড়িতে রেখেছেন। এদের মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জন ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যেও পাঠানো হয়েছে এবং লকডাউনকৃত এলাকায় সেনাবাহিনী, পুলিশ, গ্রামপুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে নজরদাড়িতে রাখা হয়েছে।

আরও দেখুন

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর ভুট্টার জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পরে সোহেল রানা (২৮)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা …