নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশহীর পুঠিয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করা হয়। তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বাররা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গত ৪ মে ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নিজস্ব প্যাডে ১২ জন ইউপি সদস্য সাক্ষরিত একটি পত্রে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পরে প্রতিবাদের পত্রটি সাংবাদিকদের কাছে প্রেরন করা হয়েছে।
প্রতিবাদের পত্র সুত্রে জানা গেছে, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবীর হাসানের সঙ্গে মেম্বারদের ভুল বুঝাবুঝি হয়। তবে গত ১ মে ইউনিয়ন পরিষদে বসে সে ভুলের অবসানও ঘটেছে। যদিও কি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে সে বিষয়টি পত্রে উল্লেখ্য করা হয়নি।
সুত্র মতে, গত ৩ মে সন্ধ্যায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কয়েকটি ফেসবুক আইডিতে একটি পোষ্ট শেয়ার করা হয়েছে। “চেয়ারম্যানের ওপর ইউপি সদস্যদের অনাস্থা” শিরোনামে বিস্তর অভিযোগটি তাদের দৃষ্টিগোচর হলে গত ৪ মে ইউনিয়ন পরিষদের নিজস্ব প্যাডে অভিযোগটি ভিত্তিহীন দাবী করে ইউপি সদস্যরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান বলেন, সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এমন মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তোলা হয়েছে। যার প্রতিবাদ জানিয়েছে আমার মেম্বাররা। এখন মেম্বাররা যদি চায় তাহলে স্ট্যাটাস দাতাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলাও করতে পারে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওলিউজ্জামান বলেন, এ ধরনের কোন অভিযোগ আমার কাছে আসেনি যদি লিখিত অভিযোগ আসে তাহলে তদন্ত করে দেখা হবে।