বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় কৃষকদের ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

পুঠিয়ায় কৃষকদের ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশাহী পুঠিয়া উপজেলায় করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ১৩০ জন চাষীর মাঝে বিনামূল্যে প্রণোদনার আউশ বীজ ও সার বিতরণ ও শ্রমিক সংকটে ধান কাটতে যাতে অসুবিধা না হয় তার জন্য সরকারী উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকিতে পুঠিয়া উপজেলায় ০১ টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।


প্রত্যেক চাষীকে ০৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রটির দাম ২৮ লাখ টাকা, সরকার ৫০% ভর্তুকি দেওয়ায় উদ্যেক্তাকে দিতে হচ্ছে মাত্র ১৪ লাখ টাকা। এই যন্ত্র দিয়ে ঘন্টায় ৩ বিঘা জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই করা যায়।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, সিনিয়র মৎস্য অফিসার ওমর আলী, আওয়ামী’লীগ নেতা আহসানুল হক মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …