রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পুঠিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরন ও “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ” প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ৫০% ভূর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার প্রদান হয়।

উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, কৃষি সম্প্রসারণ কমকর্তা তন্ময় কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে এমওপি সার সহায়তা প্রদান করা হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩৫ টাকা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …