নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুরে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সাধনপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এরপর শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর হাট উন্নয়ন প্রকল্পের এলজিইডি’র অর্থায়নে দ্বিতল ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) এর সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান, ভাইস-চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস-চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসানাউল হক মাসুদ, রাজশাহী জেলা ছাএলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক থানা আওয়ামী লীগের সাধাঃ সম্পাদক অধ্যক্ষ গোলাম ফারুক, রহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভুট্টু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …