সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুঠিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বানেশ^র সরকারী কলেজ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এতে রাজশাহী রেজœ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন, আটটি থানার সকল অফিসার ইনচার্জসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। আনন্দর‌্যালিটি ট্রাফিক চত্বর হয়ে মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

আনন্দ র‌্যালিতে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), আবু সালেহ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, কমিউনিটি পুলিশিং রাজশাহী জেলার সভাপতি আবু বাক্কার, জেলা যুবলীগের সহ-সভাপতি ওবাইদুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও সকল উপজেলা হতে আসা কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, জেলা পুলিশের বাদকদল, থানা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করণের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ধর্ষক ইভটিজার-কে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।

অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন প্রমুখ।

সবশেষে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও ত্বরান্বিত ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং মেম্বার এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …