নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় উপজেলা প্রশাসনের করোনা সংক্রামন প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা

পুঠিয়ায় উপজেলা প্রশাসনের করোনা সংক্রামন প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, রাজশাহীর নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে আজ পুঠিয়া উপজেলার সকল বাজারে, রাস্তায়, ইউনিয়নে সকল অপ্রয়োাজনীয় দোকান ও জমায়েত বন্ধে এবং সকল মানুষের ঘরে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেরা প্রশাসন।

এ অভিযান পরিচালনা করেন মো.ওলিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী ও অভিজিত সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।

অভিযানে সহায়তা করেন অফিসার ইনচার্জ রেজাউল করিম , পুঠিয়া থানা ও তার সঙ্গীয় ফোর্স।
অভিযান পরিচালনাকালে ০৩ জন ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট- ৭০,০০০/- টাকা জরিমানা করা হয়।

জনকল্যাণে জেলা প্রশাসক রাজশাহী মহোদয়ের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো.ওলিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী।

আরও দেখুন

রাণীনগরে নিষিদ্ধ রিংজাল ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক: রাণীনগর: নওগাঁর রাণীনগরে খাল থেকে প্রায় ৬০০মিটার  নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে …