সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় ঈদ উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া

পুঠিয়ায় ঈদ উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
ঈদকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ মে) সকাল ১০ টায় থানার সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার মহাসড়কসহ বিভিন্ন হাট-বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে পুলিশ ভ্যানসহ ২৫ টি মোটরসাইকেলে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

থানা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় সর্বত্র বাড়তি নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বাড়ানোসহ চোরাচালান ও মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের এই মোটরসাইকেল শোডাউন।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় ঈদ উপলক্ষে উপজেলার মানুষের জান মালের নিরাপত্তাসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। সর্বপরি ঈদে মানুষের চলাচল নির্বিঘ্নে করতে এবং করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …