রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

পুঠিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়ায় ৩৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র‍্যাব। ১২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতের নাম টুটুল (৪২) সে নাটোর সদর থানার তোকিয়া এলাকার মৃত আ: সালামের ছেলে। সোমবার রাতে র‍্যাব-৫, রাজশাহী, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার দুপুরে জেলার পুঠিয়া থানাধীন শিবপুর হাট এলাকায় অপারেশন পরিচালনা করে। এসময় ৩৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ টুটুলকে আটক করে। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মাদক আইনে মামলাও দায়ের করেছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …