শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় অভ্যন্তরীণ গম-ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

পুঠিয়ায় অভ্যন্তরীণ গম-ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
সারা দেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভ্যন্তরীণ ধান, গম ও চাল সংগ্রহ-২০২১ মৌসুমে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, পুঠিয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক ও দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ আলী জানান, এ কর্মসূচির আওতায় কৃষকের নিকট থেকে আগামী ৩১ আগষ্ট/২১ পর্যন্ত ৩৩২ মেট্টিকটন ধান ২৭ টাকা দরে ও ৩০শে জুন/২১ পর্যন্ত ৫১৬ মেট্রিকটন গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে। পাশাপাশি মিলারদের থেকে চাল সংগ্রহ অব্যাহত থাকবে। তালিকাভুক্ত কৃষক সর্বনিন্ম ১৫০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান ও গম বিক্রয় করতে পারবে।

তিনি আরও জানান মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের নিবন্ধন ও ধান বিক্রির আবেদন (৩১ আগস্ট) পর্যন্ত চলবে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …