রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় অভ্যন্তরীণ গম-ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

পুঠিয়ায় অভ্যন্তরীণ গম-ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
সারা দেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভ্যন্তরীণ ধান, গম ও চাল সংগ্রহ-২০২১ মৌসুমে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, পুঠিয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক ও দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ আলী জানান, এ কর্মসূচির আওতায় কৃষকের নিকট থেকে আগামী ৩১ আগষ্ট/২১ পর্যন্ত ৩৩২ মেট্টিকটন ধান ২৭ টাকা দরে ও ৩০শে জুন/২১ পর্যন্ত ৫১৬ মেট্রিকটন গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে। পাশাপাশি মিলারদের থেকে চাল সংগ্রহ অব্যাহত থাকবে। তালিকাভুক্ত কৃষক সর্বনিন্ম ১৫০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান ও গম বিক্রয় করতে পারবে।

তিনি আরও জানান মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের নিবন্ধন ও ধান বিক্রির আবেদন (৩১ আগস্ট) পর্যন্ত চলবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …