রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

পুঠিয়ায় অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নে আজ (১৪ মে) সোমবার দিনব্যাপী রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ সময় অকারণে ঘোরা-ফেরা, স্বাস্থ্যবিধি না মানা, হাট ও বাজারে ক্রেতা-বিক্রেতার মাঝে সামাজিক দুরত্ব না রাখা ও মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অভিযোগে ২২ টি মামলায় ‘ব্যাক্তি ও প্রতিষ্ঠান’কে ৩৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, প্রতিদিনের ন্যয় আজও জনসমাগম ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যা কোনো রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …